চীনা ভাষার মাধ্যমে
বাংলাভাষীদের জন্য সহজ ও প্রফেশনাল অনলাইন চীনা ভাষা শেখার প্ল্যাটফর্ম। ব্যবসা, স্কলারশিপ কিংবা ভ্রমণ – চীনা ভাষা শিখে খুলে দিন সুযোগের নতুন দরজা! অভিজ্ঞ প্রশিক্ষকদের নেতৃত্বে আমাদের বিস্তৃত কোর্সের মাধ্যমে চীনা ভাষা আয়ত্ত করুন।
|
প্রতিটি কোর্সের সাথে কি কি শিখবেন তা কোর্স মডিউল-এ বিস্তারিত উল্লেখ করা হয়েছে
চীনের বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপ এর ইন্টারভিউ এবং চাকুরি সহায়ক ভাষা শিক্ষা।
চীনা সরকার অনুমোদিত ভাষা পরীক্ষার জন্য HSK লেভেল ১, ২, ৩ এর পূর্ণ প্রস্তুতি
যেহেতু আপনি ইতিমধ্যে এই পর্যন্ত এসেই পরেছেন, সুতরাং ধারনা করি আপনি ইতিমধ্যেই চাইনিজ ভাষা শিখার প্রয়োজনীয়তা কিছু হলেও অবগত। তবুও কিছু তথ্য শেয়ার করি, কেন আপনি চীনা ভাষা শিখবেন?
চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছেবাণিজ্য, শিক্ষা, চাকরি ও প্রযুক্তি — সবখানেই চীনা ভাষার চাহিদা বেড়েই চলেছে। বাংলাদেশে ইতোমধ্যে ১১,০০০ এর বেশি প্রতিষ্ঠান চীনের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করেছে, এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ফলে চীনা ভাষা জানা ব্যক্তিদের জন্য তৈরি হচ্ছে অসংখ্য চাকরির সুযোগ, ব্যবসা প্রসার ও আন্তর্জাতিক যোগাযোগের দরজা।
এখনই সময় নিজেকে প্রস্তুত করার! বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI), ইন্ডাস্ট্রিয়াল জোন, গার্মেন্টস, ও প্রকল্পভিত্তিক কাজের মাধ্যমে চীনা কোম্পানির উপস্থিতি এখন বাংলাদেশের প্রায় সবখানে। এখনই সময় সেই ভাষা জানার, যেটা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে।
তাই এখনই শিখুন চীনা ভাষা এবং নিজেকে তৈরি করুন আন্তর্জাতিক কর্মক্ষেত্রের জন্য আরও প্রতিযোগিতামূলকভাবে!
১) বাড়ছে চীনা ভাষাভাষী চাকরির চাহিদা:
– ইন্টারপ্রেটার (দোভাষী), সাপোর্ট অফিসার, বিজনেস লিয়াজোঁন – সবখানেই দরকার চাইনীজ ভাষা জানা দক্ষ এমপ্লই।
২) স্কলারশিপ ও উচ্চশিক্ষার দারুণ সুযোগ:
– CSC এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে চীনা ভাষায় দক্ষ হলে স্কলারশিপ পাওয়া সহজ হয়।
৩) ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সেরা সময়:
– চায়নিজ ভাষায় কথা বললে ক্লায়েন্ট এবং পার্টনারদের সঙ্গে সম্পর্ক অনেক শক্ত হয়।
৪) চীনা পর্যটন ও ট্রাভেল সেক্টরে কাজের সুযোগ:
– ট্যুর গাইড, ট্রান্সলেটর বা হসপিটালিটি সেক্টরেও ভাষা জানলে সুযোগ অনেক।
৫) চতুর্থ শিল্প বিপ্লবে ভাষা হলো সংযোগের চাবিকাঠি:
– AI, ট্রান্সলেশন, ওয়ার্ল্ড ট্রেড – সবখানে চীনা ভাষা হয়ে উঠছে গুরুত্বপূর্ণ।
🔔 যাদের জন্য: শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, উদ্যোক্তা, গার্মেন্টস/ব্যবসা সংশ্লিষ্ট, ট্রাভেল ভক্ত এবং স্কলারশিপ আবেদনকারী।
🧭 শেখা হবে বাংলা ব্যাখ্যায়, ধাপে ধাপে
✅ লাইভ ক্লাস + রেকর্ডেড লেসন + হোমওয়ার্ক + কুইজ + সাপোর্ট গ্রুপ
যেভাবে আপনি ধীরে ধীরে চীনা ভাষায় দক্ষ হয়ে উঠবেন।এই কোর্সটি একদম বিগেনার ফ্রেন্ডলি করে ডিজাইন করা হয়েছে। যেন একজন লার্নার শুরু থেকে এডভান্স লেভেল পর্যন্ত সবকিছু সহজ ভাবে সুন্দর করে ধাপে ধাপে শিখতে পারেন। বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী আমরা বাস্তবসম্মত লার্নিং স্টেপ নির্ধারন করেছি, যাতে শিক্ষার্থীরা নিজেদেরকে চাইনিজ কোম্পানি এবং ইউনিভার্সিটির চাহিদা অনুযায়ী একজন এক্সপার্ট হিসাবে গড়ে তুলতে পারেন।
Speak Chinese Today – আপনাকে ঘরে বসে অনলাইন লাইভ ক্লাস করার সুযোগ দিচ্ছে। আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের কোর্স করতে পারবেন।
ঘরে বসে রেকর্ডেড ভিডিওতে শেখার সুবিধা – সময়মতো নিজের মত করে শেখা যাবে।
CSC সরকারী স্কলারশীপ নিয়ে পড়াশোনা করা অভিজ্ঞ প্রশিক্ষক এবং চীনা ভাষায় কর্ম জীবনের ৫+ অভিজ্ঞতা। প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা সাপোর্ট।
দোভাষী সহ চাইনিজ কোম্পানিতে চাকুরির জন্য রিকমেন্ডেশন ও সহায়তা। বিদেশে উচ্চ শিক্ষার জন্য দিক নির্দেশনা ।
চায়নিজ শেখার প্রতিটি বিষয় বাংলা ভাষায় সহজভাবে বোঝানো হয়, যাতে শেখা আরও সহজ হয়।
প্রতিটি কোর্স শেষে আপনি পাবেন সার্টিফিকেট – যা শিক্ষাগত ও পেশাগত জীবনে সহায়ক।
এই কোর্সটি ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী এবং বিদেশ ভ্রমণ করতে আগ্রহীদের জন্য উপযোগী।
ক্লাসগুলো Zoom/Google Meet এর মাধ্যমে লাইভ নেওয়া হবে এবং পরে রেকর্ডেড ভিডিও সরবরাহ করা হবে। আর চাইলে আপনি রেকর্ডেড কোর্স যেকোন সময় শুরু করতে পারেন।
অবশ্যই! এই কোর্সটি একেবারে শূন্য থেকে শুরু করা হয়েছে যাতে আপনি ধাপে ধাপে শিখতে পারেন।
হ্যাঁ, কোর্স শেষে অংশগ্রহণকারীদেরকে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে।
আপনি বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে কোর্স ফি প্রদান করতে পারবেন।
রিফান্ড পলিসি অনুযায়ী ফেরত যোগ্য।
যেহেতু এটি একটি Online ভিত্তিক চাইনিজ ল্যাঙ্গুয়েজ স্কুল এবং সকল কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়, তাই এই মুহূর্তে সরাসরি দেখা করার সুযোগ নেই। তবে কেউ একান্ত দেখা করতে চাইলে জানাতে পারেন। ধন্যবাদ
আমাদের যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে যোগাযোগ করে আপনার প্রশ্নের উত্তর জেনে নিন।
০৮ বছরের ভাষা ও ইন্ড্রাস্ট্রি এক্সপার্ট মোঃ ফোরকান, বাংলাদেশের একজন প্রফেশনাল। যিনি পুরো কোর্সে আপনাদের ইন্সট্রাক্টর হিসেবে রয়েছেন।
ক্যারিয়ারে তিনি চীনা ভাষায় সুনামের সাথে দেশ/বিদেশের নানান প্রতিষ্ঠানে কাজ করেছেন। বর্তমানে ক্যারিয়ারে শুরু থেকে এই পর্যন্ত উনি নিজে প্র্যাক্টিক্যাললি যেভাবে শিখে ক্যারিয়ার গড়েছেন এবং আরও এক্সপার্টদের ক্যারিয়ার গড়ার মেথডগুলোকে স্টাডি করে নতুনদের জন্য বাস্তবসম্মত কোর্স আউটলাইন সাজিয়েছেন। উনার শিখানোর প্রসেস সম্পুর্ন অন্যদের থেকে আলাদা।
চীনা সরকারি বৃত্তি Type A - Bilateral Program.
চীনা ভাষা ও সংস্কৃতি – তিয়ানজিন বিশ্ববিদ্যালয়, চীন
“বিভিন্ন ক্ষেত্রে ট্রেডিং, প্রশাসন, কর্পোরেট ডিলিং, বাণিজ্যিক, পোশাক শিল্প, সাপ্লাই চেইন, লজিস্টিকস, কাস্টমস, এক্সপোর্ট-ইমপোর্ট ও আন্তর্জাতিক বাণিজ্য এবং ভাষা অনুবাদক-এ অভিজ্ঞ।”